পশ্চিমবঙ্গে এগিয়ে তৃনমূল, তামিলে ১৩৩টি আসনে এগিয়ে ডিএমকে

নয়াদিল্লি, ২ মে (হি.স.): ভোটগণনা চলছে পশ্চিমবঙ্গ-সহ ৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। দেখে নেওয়া যাক কোন রাজ্যে কোন দল এগিয়ে:

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গে ১৬১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং তিনটি আসনে এগিয়ে বিজেপি। গোটা বাংলার নজর রয়েছে নন্দীগ্রামের দিকে। সেখানে এখন পর্যন্ত ৭০০০-র অধিক ভোটে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে রাজ্যের ২ মন্ত্রী এগিয়ে রয়েছেন। বালিগঞ্জে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কলকাতা বন্দর এলাকায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এগিয়ে রয়েছেন, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম ৬৩৫৫ ভোটে এগিয়ে। পান্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। দুর্গাপুর পুর্বে এগিয়ে বিজেপি। দুর্গাপুর পশ্চিমেও এগিয়ে বিজেপি। টালিগঞ্জে পিছিয়ে বাবুল, এগিয়ে অরূপ। কাটোয়ায় তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৩০৯ ভোটে এগিয়ে। কৃষ্ণনগর উত্তরে পিছিয়ে তৃণমূলের কৌশানী চক্রবর্তী। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী মুকুল রায়। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে ১৬৫১ ভোটে তৃণমূল এগিয়ে।

তামিলনাড়ু : তামিলনাড়ুতে এআইএডিএমকে এগিয়ে ৮৯টি আসনে এবং ডিএমকে ১৩৩টি আসনে এগিয়ে রয়েছে।

কেরল : কেরলে ৮২টি আসনে এগিয়ে রয়েছেন এলডিএফ প্রার্থী। কংগ্রেস এগিয়ে ৫৪ আসনে।

অসম : অসমে বিজেপি এগিয়ে রয়েছে ৬৮টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩১টি আসনে।

পুদুচেরি : পুদুচেরিতে ৯টি আসনে এগিয়ে এনডিএ এবং ইউপিএ এগিয়ে রয়েছে রয়েছে ৫টি আসনে।