বেহালা পূর্বে রাস্তায় খেলা হবে গান চালিয়ে নাচ তৃণমূলের

কলকাতা,২ এপ্রিল ( হি.স.): সকলেই তাকিয়ে নির্বাচনের ফলের দিকে । আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ফল নিশ্চিত হয়ে যাবে ভোটের । তারই আগে বেহালা পূর্বে রাস্তায় খেলা হবে গান চালিয়ে নাচ তৃণমূলের ।
 আট দফা ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই। এবার পালা ফলাফলের । রবিবার সকাল থেকেই চলছে ভোট গণনা । এরই মাঝে জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে বেহালা পূর্বের রাস্তায় খেলা হবে গান চালিয়ে দেদার নাচ তৃণমূল কর্মী-সমর্থকদের । শুধু নাচ না চলছে মিষ্টি খাওয়ানো থেকে সবুজ আবির খেলা । বেহালার পাশাপশি কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পরার মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *