গুয়াহাটি, ২ মে (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থ মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি-র একাধিক প্রার্থী এগিয়ে রয়েছেন। প্রাথমিক সম্ভাব্য ফলাফলে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস-ও এগিয়ে রয়েছেন।
সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী মন্ত্রী রঞ্জিত দত্ত এগিয়ে রয়েছেন। তেমনি বিশ্বনাথ বিধানসভা আসনে প্রথম দফার গণনায় কংগ্রেস প্রার্থী অঞ্জন বোরা এগিয়ে রয়েছেন। গোলাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে গেছেন।
প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস পাটাচারকুচি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে অখিল গগৈ শিবসাগর আসনে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পিযুষ হাজারিকা-ও এগিয়ে রয়েছেন। জালুকবারি বিধানসভা আসনে হাই প্রোফাইল বিজেপি প্রার্থী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যাশিতভাবে এগিয়ে চলেছেন। ছয়গাঁও আসনে কংগ্রেস প্রার্থী রকীবুদ্দিন আহমেদ এগিয়ে রয়েছেন।
এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা গোহপুর আসনে এগিয়ে আছেন। অগপ সভাপতি অতুল বোরা-ও বোকাখাত আসনে এগিয়ে গেছেন। অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী বিধায়িকা আঙ্গুরলতা ডেকা থেকে কংগ্রেস প্রার্থী শিবমনি বোরা এগিয়ে রয়েছেন। এজেপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ পোস্টাল ব্যালট-এ এগিয়ে রয়েছেন। অন্যদিকে, মাজুলি থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং বঙ্গাইগাও থেকে অগপ নেতা তথা মন্ত্রী ফনিভূষণ চৌধুরী এগিয়ে আছেন।