BRAKING NEWS

উত্তর প্রদেশে ১৮-৪৪ বছরের সকলকে বিনামূল্যে টিকা : যোগী আদিত্যনাথ

লখনউ, ১ মে (হি.স.): উত্তর প্রদেশে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে সকলকে বিনামূল্যে দেওয়া হবে করোনাভাইরাসের টিকা। রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে যোগী জানিয়েছেন, “উত্তর প্রদেশে টিকাকরণ কর্মসূচি সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারব বলেই আমরা আশাবাদী।” দেশের অন্যান্য রাজ্যের মতোই শনিবার থেকে উত্তর প্রদেশেও শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ। এদিন তৃতীয় পর্যায়ের টিকাকরণ অভিযান পরিদর্শনের জন্য লখনউয়ের অবন্তীবাই হাসপাতালের টিকা কেন্দ্রে যান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন যোগী।


পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী বলেছেন, “শনিবার তৃতীয় পর্যায় টিকাকরণের সূচনায় ৪৫ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য ২৫০০০ কেন্দ্র রয়েছে। এছাড়াও ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয়েছে এবং লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, গোরক্ষপুর, বরেলি, কানপুর ও মেরঠ-এই সাতটি জেলায় ১৮ ঊর্ধ্বদের পৃথক ৮৫টি কেন্দ্র খোলা হয়েছে। এই সাতটি জেলাতেই পজেটিভিটি রেট ও সক্রিয় রোগীর সংখ্যা বেশি।”  যোগী আরও জানিয়েছেন, “আগামী ৫ দিনের মধ্যে, সাতটি জেলার ৮৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এরপর অন্যান্য রাজ্যের সকলকে টিকা দেওয়া হবে। ১৮-৪৪ বছরের মধ্যে সকলকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ৪৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে।” উত্তর প্রদেশ সরকার ১ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ। যোগীর কথায়, “আমরা ১ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছি। আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনছি। আমার বিশ্বাস, টিকাকরণ সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *