করোনার টিকা নিলেন খাট্টার, দেশকে কোভিড-মুক্ত করার আর্জি

চণ্ডীগড়, ৩০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। টিকা নেওয়ার পরই দেশকে সুরক্ষিত ও কোভিড-মুক্ত করার আহ্বান জানিয়েছেন খাট্টার। টিকা নেওয়ার অভিজ্ঞতা ব্যক্ত করে খাট্টার টুইটারে লিখেছেন, “আসুন সুরক্ষিত ও সুস্থ রাষ্ট্র নির্মাণ এবং ভারতকে করোনা-মুক্ত করার লক্ষ্যে নিজেদের অবদান রাখি। শুক্রবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম।”


খাট্টার টুইটারে আরও লিখেছেন, “রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সবাই অবশ্যই টিকা নিন এবং আশেপাশের সকলকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করুন।” ৬৬ বছর বয়সী খাট্টার গত বছরের আগস্ট মাসে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।