নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ এপ্রিল৷৷ করোনার দ্বিতীয় স্ট্রেনের ভয়ঙ্কর পরিনতির দিকে লক্ষ্য রেখে উদয়পুর রেল স্টেশনে চলছে করোনার সোয়াব পরীক্ষা৷ গত দুদিন থেকে উদয়পুর রেল স্টেশনে শুরু হয়েছে করোনার সোয়াব পরীক্ষা৷ বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে গিয়ে সরেজমিনে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন গোমতী জেলাশাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ৷
ড: তরুণ কান্তি দেবনাথের সাথে উপস্থিত ছিলেন মাতারবাড়ি ব্লকের বিডিও ( সমষ্টি উন্নয়ন আধিকারিক) সৌরভ দাস ও ত্রিপুরা সুন্দরী মহাকুমা হাসপাতালের মহাকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নুপুর দেববর্মা৷
আজকে মাতারবাড়ি রেলস্টেশনে ৪৩ জন যাত্রীর করোণা পরীক্ষা করা হয় এবং গতকাল সহ আজ মোট ৮০ জন যাত্রীর সোয়াব টেস্ট করা হয়৷৮০ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান গোমতী জেলা শাসক ডঃ তরুন কান্তি দেবনাথ৷ এদিন সকাল সাড়ে এগারোটায় উদয়পুর রেল স্টেশনে যে ট্রেনটি আসে সেই ট্রেনের মধ্যে থেকে বাছাই করে বিভিন্ন বয়সী যাত্রীদের মধ্যে ৪৩ জনকে পরীক্ষা করা হয়েছিলো৷ আগামী দিনে রেল স্টেশন এর পাশাপাশি বাজার, মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় যেখানে লোকের জমায়েত হয় সেখানে করোনার পরীক্ষা করা হবে বলে জানান গোমতী জেলা শাসক৷ এই করোনা পরীক্ষায় সক্রিয় ভাবে উদয়পুর চন্দ্রপুর কলোনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা দায়িত্ব পালন করেন৷