নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজ্যেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে৷করোণা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বাড়ছে৷ করোণা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল সচেতন থাকা৷
গতবছর করোণা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সচেতন নাগরিকরা দারুন ভূমিকা পালন করেছিলেন৷ এ বছরও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলির জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই সংকটজনক পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর জন্য এগিয়ে এসেছে৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাধারঘাট নগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ণ এলাকায় পদ নাটকের মধ্য দিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ বাধারঘাট নগর শাখার সম্পাদক সরোজ ঘোষ জানান করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রত্যেককে আরও সচেতন হতে হবে৷ প্রত্যেককে মাক্স পরিধান করতে হবে ,সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷ স্বচ্ছতার উপর সকলকেই নজর দিতে হবে৷ সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷