হায়দ্রাবাদ, ২৮ এপ্রিল (হি. স.) : এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী ‘সুপারস্টার’ অভিনেতা আল্লু অর্জুন। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।
বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দক্ষিণী তারকা অভিনেতা জানান তিনি কোভিড পজিটিভ। বাড়িতে নিজেকে সকলের থেকে ‘আলাদা’ করে রেখেছেন। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেই সঙ্গে অভিনেতা অনুরোধ করেছেন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা টেস্ট করার ও সুরক্ষিত থাকতে বলেছেন সকলকে। ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভালো আছেন। পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাকসিন নিন’।