নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে অক্সিজেনের প্রবল সঙ্কটের মধ্যেই ৭০০ টন অক্সিজেন নিয়ে দিল্লিতে পৌঁছল প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। ছত্তিশগড়ের রায়গঢ়ে জিন্দল স্টিল প্লান্ট থেকে মঙ্গলবার ভোরে দিল্লি ক্যান্টনমেন্টে এসে পৌঁছয় প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। দিল্লি ক্যান্টনমেন্টে পৌঁছনোর পর, মোট ৭০০ টন জীবনদায়ী গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে দিল্লির বিভিন্ন হাসপাতালে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানান, “রায়গঢ় থেকে দিল্লিতে পৌঁছেছে অক্সিজেন এক্সপ্রেস। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কোনও খামতি রাখছে না ভারতীয় রেল।”
বিগত কিছু দিন ধরে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সঙ্কটে হাহাকার পড়ে গিয়েছিল। অক্সিজেনের অভাবে মৃত্যুও হয়েছে বহু করোনা-রোগীর। অবশেষে ৭০০ টন অক্সিজেন নিয়ে দিল্লিতে পৌঁছেছে প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। বিগত কিছু দিন ধরে অক্সিজেনের যে সঙ্কট চলছিল রাজধানীর বিভিন্ন হাসপাতালে, সেই সঙ্কট থেকে এবার খানিকটা মুক্তি মিলল।
2021-04-27