নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত। এবার মোদী সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী টুইট করেছেন, কংগ্রেস অথবা কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই আসলে করোনার বিরুদ্ধে, মোদী সরকারকে তা বুঝতে হবে।
মঙ্গলবার একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, “লড়াই করোনার বিরুদ্ধে মোদী সরকারকে তা বুঝতে হবে, কংগ্রেস অথবা কোনও রাজনৈতিক বিপক্ষের বিরুদ্ধের লড়াই নয়।” প্রসঙ্গত, ওই মিডিয়া রিপোর্টে মোদী সরকারের নিন্দা করে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী মন্তব্য করেছেন, মোদী সরকারকে বুঝতে হবে লড়াই কোভিডের বিরুদ্ধে, বিরোধীদের প্রতি নয়।
2021-04-27