কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্র ভবানীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন, তাই ভবানীপুর আসনের প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। সপ্তম দফায়, সোমবার সকালে ভোট দেওয়ার পর শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “১৯৬২ সাল থেকে আমি রাজনীতিতে আছি। এই প্রথম নিজের জন্য ভোট দিলাম।” এদিন সকালে মন্মথ নাথ নন্দন বয়েজ ও গার্লস স্কুলের পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভবানীপুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, তাঁর উন্নয়ন সমস্ত বাড়িতে পৌঁছে গিয়েছে, মমতাকেই ভোট দেবেন জনগণ। এই সমস্ত ইস্যুতেই এবারের ভোট। ১৯৬২ সাল থেকে আমি রাজনীতিতে আছি। এই প্রথম নিজের জন্য ভোট দিলাম।” কোভিড বিধি সঠিকভভাবে মেনে চলা হয়নি বলেও অভিযোগ করেছেন শোভনদেব। তিনি বলেছেন, “বুথে কোভিড বিধি মানা হচ্ছে না। করোনা বাড়ছে না কমছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই নির্বাচন কমিশনের।”
2021-04-26