নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ এপ্রিল৷৷ করোনা ভাইরাস থেকে রক্ষকরারজন্য বন্ধু মানে ভালোভাসা সামাজিক সংস্থার উদ্দ্যোগে মাক্স বিতরন করাহয়৷ বন্ধুমানে ভালোবাসা সামাজিক সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মসূচী পালক করেথাকে৷ এরইমধ্যে এই মহামারির মধ্যে লোকজনদের সচেতন করতে ও করোনা ভাইরাসের প্রভাব থেকে লোকজনদের রক্ষনার্থে এই সামাজিক সংস্থার উদ্দ্যোগে জোলাইবাড়ী রেল ষ্টেশনে ও বিভিন্ন বাজারে লোকজনদের মধ্যে মাক্স বিতরন করাহয়৷
আজকে দেখাগেলো জোলাইবাড়ী রেলষ্টেষনে ব্যাপক হারে লোকসমাগম ঘটে এর মধ্যে অধিকাংশ লোকজনদের মুখে মাক্সছিলোনা৷ যে সকল লোকজনেরা মাক্স পরিধান করেননি তাদেরকে সচেতন করে মাক্স বিতরন করলো বন্ধু মানে ভালোবাসা সামাজিক সংস্থার সদস্যরা৷ এই সংস্থার সদস্য তমাল বৈদ্য সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান উনাদের সংস্থা প্রতিনিয়ত লোকজনদের সাহাযার্থে কাজ করেথাকে৷ এইমহামারির মধ্যেও উনারা লোকজনদের পাশে দারানোর পতিশ্রুতি দেন৷ যারফলে আজকে এই সামাজিক সংস্থার উদ্দ্যোগে লোকজনদের সচেতন করার প্রয়াস চালানোহচ্ছে৷