করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, এবার অভিনেত্রী পার্নো মিত্র কোভিডে সংক্রমিত

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাস কাউকেই ছাড়ছে না! এবার কোভিডে সংক্রমিত হলেন অভিনেত্রী তথা বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। সোমবার টুইট করে পার্নো নিজেই জানিয়েছেন, তিনি করোনা-আক্রান্ত হয়েছেন। টুইট-বার্তায় পার্নো জানান, ‘আমি সকলের সঙ্গে একটা জরুরি বিষয় ভাগ করে নিতে চাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকলকে অনুরোধ জানাবো যাঁরা গত ৭ দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সবশেষে জানাই মাস্ক পরতে ভুলবেন না।’
পার্নো আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বরাহনগর আসন থেকে লড়েছেন পার্নো মিত্র। ওই অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছে পার্নোকে। সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত সেই কারণেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন।