আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷ করোনার প্রকোপ মোকাবিলায় আগরতলায় বাজার স্থানান্তরের পরিকল্পনা চলছে৷ তবে, তাতে কিছু কিছু সমস্যাও রয়েছে৷ তাই, আজ স্থানীয় বাজার কমিটির সাথে আলোচনা করেছেন সদর মহকুমা শাসক(এসডিএম) অসীম সাহা৷ তাঁর কথায়, গতবছর লকডাউন ছিল তাই বাজার স্থানান্তরের বিশেষ সমস্যা হয়নি৷ কিন্ত, এবছর পরিস্থিতি ভিন্ন, ফলে বিকল্প ব্যবস্থা নিতে হবে৷
তাঁর সাফ কথা, বাজারে ভিড় এড়ানো মূল উদ্দেশ্য৷ তাতে, বাজার স্থানান্তর ছাড়া অন্য কোন উপায় দেখা যাচ্ছে না৷ মূলত, ভিড় এড়াতেই বিকল্প চিন্তাভাবনা চলছে, বলেন তিনি৷ অসীম বাবুর বক্তব্য, ইতিমধ্যে বাজার কমিটি-র সাথে আলোচনা শুরু হয়েছে৷ কারণ, বাজার স্থানান্তরের কিছু সমস্যা দেখা দেয়৷ বর্ষা ঋতুতে ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েন৷ কোথাও জল জমে যায়, আবার কোথাও ঝড়ে পসরা সাজিয়ে বসা হয় দায়৷ তাই, সমস্ত দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে৷
তিনি বলেন, বাজার কমিটিও বিভিন্ন প্রস্তাব দিয়েছে৷ এখন আগরতলায় সমস্ত বাজারের কমিটির সাথে আলোচনার পর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রাখবে প্রশাসন, আশ্বাস দেন তিনি৷

