বিভিন্ন দাবীতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারকলিপি এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ সারা ভারত ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার শিক্ষাভবনে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ৫ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ করোনার দ্বিতীয় ঢেউ শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব খেলতে শুরু করেছে৷ সরকার ১৮ বছরের ঊর্ধ বয়সের প্রত্যেককে করোনা ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷


১৮ বছরের নিচে যাদের বয়স তাদের কে ভ্যাকসিন দেওয়ার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি৷ এই বয়সের ছেলেমেয়েরা সুকলে পাঠরত৷ স্বাভাবিক কারণেই তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছে সারা ভারত ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদ৷ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রিবোর্ড ও ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে৷ বোর্ডের পরীক্ষা এই সংকটজনক মুহূর্তে নেওয়া যাবে না৷ ছাত্র সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় বর্তমান সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস এর ওপর ছাত্র-ছাত্রীদের নির্ভর করতে হচ্ছে৷


অনেক গরীব অভিভাবকের পক্ষে স্মার্ট ফোন কিনে দেওয়া সম্ভব হচ্ছে না৷ পরিস্থিতি বিবেচনা করে সরকারকে অবিলম্বে ছাত্র-ছাত্রীদের জন্য স্মার্টফোন প্রদান করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় না রেখে বর্তমানে একই বেঞ্চ এ একাধিক ছাত্র-ছাত্রীকে বসিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে৷ তাতে করোনা ভাইরাস সংক্রমণ বিপদজনক আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷