নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সপ্তাহান্তের লকডাউনের পথে হেঁটেছে দেশের বিভিন্ন রাজ্য। কর্ণাটক, ওডিশা, উত্তর প্রদেশ ও কেরলে লাগু করা হয়েছে সপ্তাহান্তের লকডাউন। আবার মহারাষ্ট্রের পুণে-তে চলছে কারফিউ। শনিবার সপ্তাহান্তের লকডাউনের জেরে শুনশান বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম থেকে পুণে-দেশের বিভিন্ন শহর। রাজধানী দিল্লিতে আবার ২৬ এপ্রিল সকাল পাঁচটা পর্যন্ত লাগু রয়েছে লকডাউন।
কর্ণাটক : করোনার প্রকোপ রুখতে কর্ণাটকে লাগু রয়েছে সপ্তাহান্তের লকডাউন। সোমবার সকাল ছ’টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বেঙ্গালুরু-সহ কর্ণাটকের সর্বত্র। শনিবার বেঙ্গালুরুর রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হননি। শুক্রবার রাতেই বেঙ্গালুরুর বিজয়নগর হাসপাতালে আত্মঘাতী হয়েছেন ৬১ বছর বয়সী একজন করোনা-রোগী।
ওডিশা : সপ্তাহান্তের লকডাউনে একেবারে জনশুন্য ছিল ভুবনেশ্বর-সহ ওডিশার সমস্ত শহুরে এলাকা। তবে সকাল পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত প্রাতঃভ্রমণ ও শারীরিক চর্চার জন্য অনুমতি রয়েছে। সোমবার সকাল পাঁচটা পর্যন্ত ওডিশায় বলবৎ থাকবে সপ্তাহান্তের লকডাউন।
উত্তর প্রদেশ : সপ্তাহান্তের লকডাউনে শনিবার শুনশান ছিল উত্তর প্রদেশ। লখনউয়ের রাস্তায় এদিন হাতেগোনা গাড়ি চলাচল করেছে। পুলিশও তৎপর ছিল। সোমবার সকাল সাতটা পর্যন্ত উত্তর প্রদেশে বলবৎ থাকবে সপ্তাহান্তের লকডাউন।
কেরল : দক্ষিণ ভারতের রাজ্য কেরলেও হু হু বাড়ছে করোনা-সংক্রমণ। করোনাকে রুখতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে কেরলেও। লকডাউনের মতোই বিধিনিষেধ। তিরুবনন্তপুরম এদিন ছিল জনশুন্য।
মহারাষ্ট্র : দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ করোনা পরিস্থিতি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পুণের অবস্থা শোচনীয়। শনিবার সপ্তাহান্তের কারফিউ লাগু ছিল পুণেতে। ওষুধের দোকান ছাড়া সমস্ত কিছু ছিল বন্ধ।