ইন্দোর, ২৪ এপ্রিল (হি.স.): সংক্রমিত ছিলেন করোনায়, এবার মারা গেলেন কোভিডে সংক্রমিত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক কলাবতী ভুরিয়া। শনিবার ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর। মধ্যপ্রদেশের অলিরাজপুর জেলার জোবাত বিধানসভা আসনের বিধায়ক ছিলেন ক্লাবটি ভুরিয়া। পরিবার সূত্রের খবর, ১২ দিন আগে ইন্দোরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কলাবতীকে। হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ বিবেক জোশি জানিয়েছেন, “বিধায়কের ফুসফুস ৭০ শতাংশ সংক্রমিত হয়েছিল। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।”
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তিলাল ভুরিয়ার ভাইঝি ছিলেন কলাবতী। ২০১৮ সালে অলিরাজপুর জেলার জোবাত বিধানসভা আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। মাত্র ৪৯ বছর বয়সে কলাবতীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকে ভেঙে পড়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমল নাথ। কমল নাথ টুইট করে শোকবার্তায় জানিয়েছেন, “বিধায়ক কলাবতী ভুরিয়ার প্রয়াণে ব্যথিত। তিনি একজন সক্রিয় ও দৃঢ়প্রত্যয়ী বিধায়ক ছিলেন।”
2021-04-24

