ব্রাজিলে করোনা-সংক্রমণ বাড়ছেই, ২৪ ঘন্টায় মৃত্যু ২,৮৬৬ জনের

রিও ডি জেনেইরো, ২৪ এপ্রিল (হি.স.): ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ২ হাজার ৮৬৬ জনের প্রাণ। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫,৯৭১ জন, এর আগে বৃহস্পতিবার সারা দিনে সংক্রমিত হয়েছিলেন ৪৯,৩৪৪ জন। নতুন করে ২,৮৬৬ জনের মৃত্যুর পর ব্রাজিলে ৩ লক্ষ ৮৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৬২৩-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা অনেকটা বেড়েছে ব্রাজিলে, যদিও ৭০ হাজারের নীচে রয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৬৫,৯৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৪,২৩৮,১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২,৭১১,১০৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১১,৪০,৩৮৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *