আক্রান্তের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি, হাপানিয়া মেলা প্রাঙ্গনে কোভিড সেন্টার পুনরায় চালু

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ করোনা-র সংক্রমণ-র মারাত্মক বৃদ্ধি-তে জরুরি ভিত্তিতে হাপানিয়া মেলা প্রাঙ্গনে ভবন-টিকে ডেডিকেটেড কোভিড সেন্টার হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাতে অক্সিজেন সরবরাহের সুবিধা সহ অন্যান্য জরুরিভিত্তিক স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ হবে৷ আজ এ-কথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন-র মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জৈসয়াল৷


এদিন তিনি বলেন, ইতিপূর্বে হাপানিয়া মেলা প্রাঙ্গনে ভবন-টিতে কোভিড কেয়ার সেন্টার ছিল৷ কিন্ত, করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় ওই সেন্টার-টি বন্ধ করে দেওয়া হয়েছিল৷ কিন্ত এখন পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ায় ওই সেন্টার-টি পুনরায় চালু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি জানান, ওই সেন্টার-এ ৩০০ শয্যা রয়েছে৷ তার মধ্যে ১০০ শয্যায় অক্সিজেন-র সুবিধা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সেখানে ডেডিকেটেড মেডিকেল টিম সবসময় থাকবে৷ বিভিন্ন পরীক্ষা-র জন্য ল্যাব, ওষুধের দোকান এবং বেসিক লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্স সব সময় সেখানে থাকবে৷ কোন করোনা আক্রান্তের শারীরিক অবস্থা সংকটজনক হলে তাকে সঙ্গে সঙ্গে জি বি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হবে৷


এদিন তিনি জানান, আগামী দিনে বাধারঘাট স্পোর্টস সুকল-এ কোভিড কেয়ার সেন্টার পুনরায় চালু করা হবে৷ তাছাড়া, এডি নগর পিআরটিআই -তে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টার চালু করে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *