নিয়ন্ত্রণেই করোনা-সংক্রমণ, আমেরিকায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮৯৬ জনের

ওয়াশিংটন, ২৩ এপ্রিল (হি.স.): মার্কিন মুলুকে আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে করোনা-সংক্রমণ। আমেরিকায় বৃহস্পতিবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭,০৭০ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৯৬ জনের। ফলে আমেরিকায় ৩২,৬৬৯,১২১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮৯৬ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার ২২৬ জনের।
মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ০৭০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৯৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৬৬৯,১২১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,২৩৬,৬৫৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ৪৮ হাজার ২৩৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *