বৃহস্পতিবার শান্তিরবাজারে করোনা বিধি উপেক্ষা করেই বাসন্তী পূজার বিজয়া দশমী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ এপ্রিল৷৷ আজ বাসন্তী পূজার দশমী পূজা অনুষ্ঠীত হয়৷ দশমী সেরে মাকে বিদায় দেওয়ার পালা৷ এইনিয়ে আনন্দে মাতোয়ারা হলো শান্তির বাজারের লোকজন৷ শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজার সমর চেঁধুরী স্মৃতি মার্কেটে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা৷ এই বছর করোনা দ্বীতিয় পর্যায়ের রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের দেওয়া সমস্ত বিধিনিষেধকে কলাপাতা ঞ্জানকরে প্রতিদিন নানান সাংসৃকতিক অনুষ্ঠানে মাতোয়ার হয়ে রয়েছে ক্লাবের কতৃপক্ষরা৷ আজ দশমীতে মূকর্ি বিষর্জনেও একই চিত্র লক্ষ্যকরাযায়৷


দশমী উপলক্ষে ডি জে সাউন্ড সিষ্টেমের ব্যাবস্থা করেছে দেশবন্ধু ক্লাব কতৃপক্ষ৷ এই সাউন্ড সিষ্টেমের আনন্দে মাতোয়ারা হয়েরয়েছে অসংখ্য লোকজন এমনটাই লক্ষ্যকরাগেলো৷ বিষর্জন অনুষ্ঠানে আগত লোকজনেরা মাক্স পরিধান ছারা ও সামাজিক দুরত্ব ছারাই খেয়াল খুশি মতো আনন্দে মাতোয়ার হয়েরয়েছে৷ অপরদিকে এই সকল লোকজনদের নিরাপত্তা দিতে এগিয়ে আসছে শান্তির বাজার আরক্ষা প্রসাশন৷ রাজ্য সরকারের নির্দেশিকা অমান্য করছে দেখেও আরক্ষা প্রসাশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷


এর মূল কারন হলো দেশবন্ধু ক্লাবের দায়িত্বে রয়েছে শান্তির বাজার পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, শান্তির বাজার পূর্ত দপ্তরের আধিকারিক সহ শাসকদলের তাবর তাবর নেতারা৷ তাই উনাদের রক্ত চক্ষুর ভয়ে মহকুমা প্রসাশন ও আরক্ষা প্রসাশন নিবর দর্শকের ভূমিকা পালন করছে৷ এই নিয়ে লোকমনে প্রশ্ণ জাগছে শাসকদলে থেকে রাজ্য সরকারের নির্দেশিকা আমান্যকরে কি করে ভাইরাস ছড়ানোর কাজে সহযোগিতার হাত বাড়ীয়েদিচ্ছে কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *