নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুধবার রাজধানীর দুর্গাবাড়ি সহ অন্যান্য স্থানে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়৷ এদিন অবশ্য মন্দিরে ভিড় তুলনামূলকভাবে কিছুটা কম ছিল৷বুধবার সকাল থেকেই দুর্গাপূজা মণ্ডপ মহা নবমী পূজা অনুষ্ঠিত হয়৷ মহা অষ্টমী পূজাতে যেভাবে পুণ্যার্থীদের ভিড় হয়েছিল নবমী পূজা তে অবশ্য তা অনেকটাই কম পরিলক্ষিত হয়৷
করুণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে পূজা পার্বণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম আতঙ্কের বিষয়৷ কিন্তু ধর্মপ্রাণ মানুষকে কোনভাবেই আটকে রাখা যাচ্ছে না৷ বাসন্তী পূজার দিনগুলিতে এই দৃশ্য পরিলক্ষিত হয়েছে৷ করোনা সংক্রমণ পরিস্থিতিতে সর্বত্র বিধি মেনে চলার জন্য সরকার ও প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারী করা হলেও পূজা মন্দির গুলিতে ভিড় পরিলক্ষিত হয়৷বৃহস্পতিবার বিজয়াদশমী৷ এবছর যাবতীয় বিধি মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে বলে দুর্গাবাড়ি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন৷

