কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্ৰীর আহ্বানে অনুষ্ঠিত সৰ্বদলীয় বৈঠক, এসওপি না মানলে কঠোর হবে সরকার

গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : অসমে বাড়ছে কোভিড সংক্রমণের ঘটনা। এমতাবস্থায় অতিমারি কোভিড-১৯ মোকাবিলায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আহ্বানে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। খানাপাড়ায় আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

অসমে সর্বশেষ কোভিড-১৯ পরিস্থিতি, একে প্রতিহত করতে এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় তথ্য সর্বদলীয় সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁরা কোভিড মোকাবিলায় সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন৷ 

বৈঠকের পর বাইরে এসে মুখ্যমন্ত্ৰী সকল রাজনৈতিক দল এবং সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মহামারি কোভিড-১৯-কে প্ৰতিহত করতে সবাইকে একত্ৰিত হতে হবে। অসম সরকারের তরফ থেকে আমি সকল রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্ৰণ জানিয়েছিলাম। প্রায় সব রাজনৈতিক দলের প্ৰতিনিধির সঙ্গে আমরা মিলিত হয়েছি৷ সব দলের তরফ থেকে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে৷’ মুখ্যমন্ত্রী ফের রাজ্যবাসীকে স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত কোভিড সংক্রান্ত নীতি-নিৰ্দেশিকা মেনে চলতে কাতর আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘জনতাকে আমার আহ্বান মৰ্মে মৰ্মে উপলব্ধি করতে হবে৷ কোভিডকে রুখতে স্বাস্থ্যমন্ত্রী বিভাগীয় সকলকে সঙ্গে নিয়ে দিবানিশি কাজ করছেন। জনসাধারণকেও এসওপি মেনে চলার আহ্বান জানাচ্ছি আমি।’

মুখ্যমন্ত্রী বলেন, এখনও রাজ্যে লকডাউন দেওয়ার পরিবেশ হয়নি। তবে সর্বাবস্থায় এসওপি মানতে হবে। নইলে কোভিড-১৯-এর হামলা থেকে মানুষকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করতে সরকার বাধ্য হবে৷

সৰ্বদলীয় বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা উদ্বেগজনক এক খবর দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্ৰী জানান, ডিব্ৰুগড় বিমানবন্দরে উদ্ধার হয়েছে ডাবল মিউট্যান্ট কোভিড রোগী৷ ডাবল মিউট্যান্ট কোভিড-১৯ ইউকে এবং ক্যালিফর্নিয়ার সংমিশ্ৰণে মহারাষ্ট্ৰে সৃষ্টি হয়েছিল৷ মহারাষ্ট্ৰ থেকে কোভিডের ডাবল মিউট্যান্ট পৌঁছে গেছে ডিব্ৰুগড় তথা অসমে। তাই তিনি রাজ্যবাসীকে সর্বাবস্থায় সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন৷

তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২ মে-র পর নতুন সরকার দায়িত্ব গ্ৰহণ না করা পৰ্যন্ত লকডাউন ইত্যাদি কোনও গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না। লকডাউন সম্পর্কে কোনও চিন্তা সরকার করেনি। তাছাড়া প্ৰধানমন্ত্ৰীও বলেছেন এখন লকডাউন নয়৷ এছাড়া মৃত্যুর হারও .০৫ শতাংশের নীচে আছে, বলেন হিমন্তবিশ্ব। 

এদিকে সৰ্বদলীয় বৈঠকে বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস আশংকা ব্যক্ত করে বলেন, দুই মে ভোটের ফলাফল প্রকাশের পর বিজয় উৎসব পালন করলে কোভিড-১৯-এর মহাসংক্ৰমণ ব্যাপক রূপ ধারণ করতে পারে৷ তাই বিজয় উৎসব পালনের ক্ষেত্ৰে এসওপির ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান রঞ্জিত দাস৷

বিজেপির প্রদেশ সভাপতির মতো অগপ সভাপতি অতুল বরাও বিজয় উৎসব পালনের ক্ষেত্ৰে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করতে আহ্বান জানান৷ সৰ্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য মুখ্যমন্ত্ৰীকে ধন্যবাদ জানান অতুল বরা৷ তিনি বলেন, এবার ভয়ংকর রূপে কোভিড সংক্ৰমিত হচ্ছে৷ গতবার কোভিডকে নিয়ন্ত্ৰণ করতে মুখ্যমন্ত্ৰী, স্বাস্থ্যমন্ত্ৰী সফল হয়েছিলেন৷ এবারও যাতে একে প্ৰতিহত করা যায় তার জন্য আমাদের সবাইকে সরকারকে সহযোগিতা করা উচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *