শিশু ধর্ষিতা, খোঁজ নিয়ে মুঙ্গিয়াকামী থানায় গেলেন শিশু সুরক্ষা কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল৷৷ যৌন লালসায় ৬০ বছরের উধর্ে বৃদ্ধ দ্ধারা ৬ বছরেরব এক শিশুকন্যাকে ধর্ষণ কান্ডে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মুঙ্গিয়াকামি থানায় ছুটে যায় ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এর চেয়ারপারসন নিলিমা ঘোষ সহ এক প্রতিনিধি দল৷উল্লেখ্য তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোটা পাহাড়ের ৩৬ মাইল এলাকায় গত সোমবার যৌন লালসা মেটাতে গিয়ে নিজের বৃদ্ধ বউয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে৷অভিযুক্ত বৃদ্ধর নাম ব্রজেন্দ্র দেববর্মা৷বাড়ি মুঙ্গিয়াকামি থানাধীন ৩৬ মাইল এলাকায়৷শিশু কন্যাকে ধর্ষন করার অভিযোগ নিয়ে বিকেলে মুঙ্গিয়াকামি থানায় দ্বারস্থ হয় ধর্ষিতার পিতা মাতা৷রাত আনুমানিক দশটা নাগাদ মামলা দায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷

মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে আটক করেছে সেই অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মকে৷অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মা কে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ সংবাদে জানা যায় ৬ বছরের শিশু মেয়ে টি বাড়ির পাশে খেলা করছিল৷অভিযুক্ত সেই বৃদ্ধ শিশুটিকে জঙ্গলের ডেকে আনে৷পরে বাড়ির পার্শবর্তী জঙ্গলে মধ্যেই শিশুটিকে ধর্ষণ করেছে৷অভিযুক্ত সেই ব্রজেন্দ্র দেববর্মা স্ত্রী চাক্ষুষ দেখতে পায় সেই ঘটনা৷পরে এলাকাবাসীরা জানাজানি হতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে মা-বাবা নিয়ে মুঙ্গিয়াকমি থানার দ্বারস্থ হয়৷পুলিশ শিশুকন্যাটির কাছ থেকে বিস্তারিত ঘটনা জানেন৷এবং মেডিকেল টেস্ট করানো হয়৷ পুলিশ অভিযোগ ব্রজেন্দ্র দেববর্মা কে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে৷


এদিকে অভিযুক্ত ধর্ষক ব্রজেন্দ্র দেববর্মা শাস্তির দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ মুঙ্গিয়াকামি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুবজয় রিয়াং এর সাথে কথা বলেন৷নীলিমা ঘোষ এক সাক্ষাৎকারে জানান আগামী দিন যাতে করে এই ধরনের ধর্ষণ কাণ্ড যেন না হয় সে বিষয়ে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছেন বলে তিনি জানান৷ তিনি এও জানান প্রশাসনিক তরফে যেন বর্বরোচিত ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *