করোনার প্রকোপ : কাল থেকে পুর নিগম এলাকায় নাইট কারফিউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ হঠাৎ করে করোনার প্রকোপ বৃদ্ধিতে বিশেষত পশ্চিম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় রাজ্য সরকার নাইট কারফিউ জারী করার চিন্তা ভাবনা করছে৷ করোনা মোকাবিলা নিয়ে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারী বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ মূলত মন্ত্রিসভা রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছে৷ তাতে আগরতলা পুর নিগম এলাকায় নাইট কারফিউ জারী করা অত্যন্ত জরুরী বলে গুরুত্ব পেয়েছে৷


সূত্রের খবর আগামী বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ জারী করা হবে৷ এক্ষেত্রে বিভিন্ন জনসভা এবং র্যালী করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে৷ সূত্রের দাবি, খোলা আকাশের নীচে ২০০ জন এবং হল কিংবা কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ১০০ জন একত্রিত হতে পারবেন৷ সিনেমা হলে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শককে বিনোদনের অনুমতি দেয়া হবে৷ সূত্রের বক্তব্য, বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠানে ১০০ জন এবং শেষকৃত্যে ২০ জনকে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে৷


এদিকে, আগামীদিনে রাজ্যে সমস্ত পরীক্ষা বাতিলের পথে এগিয়েছে৷ করোনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় জেআরবিটির পরীক্ষা বাতিল করা হয়েছে৷ আগামী ২৪ ও ২৫ এপ্রিল গ্রুপ ডি এবং গ্রুপ সি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার সূচি নির্ধারিত ছিল৷
এদিকে, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতি ও যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন৷ পরে সেখানে কোভিড-১৯ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে৷ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা৷


সভায় প্রধান সচিব কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন৷ এজিএমসি ও জিবিপি হাসপাতালে অি’জেন সিলিণ্ডার এবং ভেন্টিলেটরের যে ব্যবস্থা রয়েছে, তাতে আপৎকালীন পরিস্থিতিতেও যাতে কোনও সঙ্কট দেখা না দেয় সেই বিষয়ে কাজের অগ্রগতি সম্পর্কে বিশদভাবে আলোচনা হয়৷ চিকিৎসা ব্যবস্থা যাতে সুুচারুভাবে হয় তার জন্য খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে আলোচনার পর প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷


পাশাপাশি প্রধান সচিব জানান, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের কোনওরকম সঙ্কট যাতে না হয় তা নিশ্চিত রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ কোভিড রোগীদের চিকিৎসায় অর্থনৈতিক কোনও সঙ্কট নেই জানিয়ে তিনি এজিএমসি ও জিবিপি হাসপাতালের কত’পক্ষকে জরুরীভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন৷ হাসপাতালের সর্বস্তরের কর্মীরা দায়বদ্ধতা সহকারে, দায়িত্ব নিয়ে কাজ করবেন বলেও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব প্রত্যাশা ব্যক্ত করেন৷ সভায় অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুুপারিনটেনডেন্ট ডাঃ স’ব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের এবং পূর্ত ও বিদ্যৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ কিন্তু, আজ জেআরবিটির চেয়ারম্যান অদিতি মজুমদার জানিয়েছেন, পরবর্তী আদেশ জারী না হওয়া পর্যন্ত ওই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *