এডিসির চেয়ারম্যান ও সিইএম সহ নব নির্বাচিত সদস্যরা শপথ নিলেন

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি প্রধানের পদ থেকে নিজেকে দূরে রাখলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন৷ স্বশাসিত জেলা পরিষদের নেতা নির্বাচিত হয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া৷ আগামীকাল তিনি মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেবেন৷ আগামীকাল অন্য নির্বাহী সদস্যরাও শপথ নেবেন৷ আজ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ এদিন তিপ্রা মথা-র ১৮ জন নির্বাচিত প্রতিনিধি শপথ নিয়েছেন৷ কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে শপথ গ্রহণ সমারোহ বয়কট করেছে বিজেপি৷ নতুন পরিষদে বিজেপি-র সদস্য রয়েছেন ৯ জন৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনের শুরু থেকেই তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মনই মুখ্য নির্বাহী সদস্য পদের মূল দাবিদার ছিলেন৷ এমন-কি, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তিনি সোজাসাপটা জানিয়েছিলেন, মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে অন্য কেউ আছেন বলে তিনি মনে করেন না৷ কিন্তু এখন তিনি ওই দায়িত্ব নেননি৷ বরং প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন৷ ওই কমিটিতে আইএনপিটি সুপ্রিমো বিজয়কুমার রাঙ্খল থাকবেন বলে তাঁর দাবি৷


আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন৷ ত্রিপুরার রাজ্যপালের প্রতিনিধি হিসেবে প্রশাসক জিকে রাও ১৮ জন সদস্যকে শপথ পাঠ করিয়েছেন৷ রাজ্যপাল অস্থায়ী চেয়ারম্যান হিসেবে অনন্ত দেববর্মাকে দায়িত্ব দেন৷ তিনি চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন৷ আজ জেলা পরিষদের সদস্য রবীন্দ্র দেববর্মা চেয়ারম্যান হিসেবে জগদীশ দেববর্মার নাম প্রস্তাব করেন এবং চিত্তরঞ্জন দেববর্মা ওই প্রস্তাবের সমর্থন করেন৷ আজ পরিষদে বিরোধীরা ছিলেন না৷ তাই, চেয়ারম্যান পদে অন্য কোনও নামের প্রস্তাব আসেনি৷ তাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জগদীশ দেববর্মা চেয়ারম্যান নির্বাচিত হন৷
চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর জগদীশবাবু মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে নেতা নির্বাচনের আহ্বান করেন৷ অনিমেষ দেববর্মা পূর্ণচন্দ্র জমাতিয়াকে মুখ্য কার্যনির্বাহী সদস্যের প্রস্তাব করেন এবং তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মা ওই প্রস্তাবে সমর্থন করেন৷ আগামীকাল মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে পূর্ণচন্দ্র জমাতিয়া এবং অন্য নির্বাহী সদস্যরাও শপথ নেবেন৷ এর পর বণ্টন করা হবে দফতর৷

আজ পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন৷ তিনি বলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করে আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে৷ অত্যন্ত নিষ্ঠা, সততা এবং একাগ্রতার সাথে এই দায়িত্ব পালনে সচেষ্ট হব আমি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এডিসি এলাকার মানুষ উন্নয়নের ছোঁয়া পাবেন, এমনই লক্ষ্য নিয়ে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পরিষদ গঠন করব৷ তাঁর সাফ কথা, এডিসি-তে দুর্নীতির জন্য উন্নয়ন অধরা রয়ে গেছে৷ সুশাসন মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হবে, দাবি করেন তিনি৷
এদিকে, প্রদ্যুত কিশোর দেববর্মন এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে পূর্ণচন্দ্র জমাতিয়াকে বাছাই করা দলীয় সিদ্ধান্ত বলে দাবি করেছেন৷ তাঁর কথায়, এক ব্যক্তি এক পদ ওই নীতিতে আমরা বিশ্বাসী৷ তাই, মুখ্য কার্যনির্বাহী সদস্য হওয়ার বদলে প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া উচিত হবে বলে মনে করেছি৷ তাঁর দাবি, পূর্ণচন্দ্র জমাতিয়া শিক্ষিত, সৎ, সক্ষম, প্রাণচঞ্চল এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন নাগরিক৷ তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন৷ তাই আমার বিশ্বাস, এডিসি প্রধান হিসেবে একজন যোগ্য ব্যক্তির হাতেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরা সরকারের সাথে একত্রিত হয়ে এডিসি এলাকার উন্নয়ন হোক চাইছি আমরা৷ সেই লক্ষ্যে সচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়েছি৷ তাঁর সাফ কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড আমাদের একমাত্র লক্ষ্য৷ সেই লক্ষ্যে অবিচল আমরা৷