বিশালগড়ে জনতার হাতে আটক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ এর আগেও আমরা বেশ কয়েকবার সংবাদ পরিবেশন করেছিলাম যে বিশালগড়ের বাঘা বাঘা নেশা কারবারিরা তাদের ব্যবসার ধরন বদল করেছে নিজেদের আড়ালে রেখে৷ ব্যবসার গতি বহাল রাখতে নিয়োগ করেছে কিছু এজেন্ট৷ এর মধ্যে বেশিরভাগই গরীব ও খেটে খাওয়া পরিবারের যুবক৷


অতিরক্ত মুনাফার লোভ দেখিয়ে বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে৷ তাদের সকাল হলেই এসব হকাররা নেতাদের বাড়িতে গিয়ে নেশা সম্রাটদের বাড়িতে গিয়ে ভিড় জমায়৷ দিনের শেষে রাত দশটা নাগাদ বিক্রির অর্থ নিয়ে জমা দেয় মালিকের কাছে৷ বিক্রি করা ৩০ টাকা কমিশন নিয়ে হাসিমুখে ফিরে আসে৷ এইসব অবৈধ সরকারের এজেন্টরা সোমবার অপরাহেণ প্রকাশ্য দিবালোকে মাদক সামগ্রী বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক হকার৷ ধৃত যুবকের নাম কালীচরণ শীল৷ বয়স আনুমানিক ৩০৷ বাড়ি বিশালগড় থানাধীন চেলিখলার পাল পাড়া এলাকায়৷ জানা গেছে নবীনগরের কুখ্যাত নেশা কারবারি মন্টুর ডাকে সারা দিয়ে এদিন বিশালগড়ের লস্কর চৌমুহনী ইন্দিরা চৌমুহনীতে মাদক সামগ্রী বিক্রি করতে গিয়েছিল৷ তার গতিবিধি দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে৷ এলাকার মানুষ তাকে ধরে জিজ্ঞাসা করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১২ গ্রাম ওজনের এক প্যাকেট ব্রাউন সুগার৷ পাওয়া গেছে কিছু খালি কৌটা৷উৎসুক জনতা তাকে একটি পিলারের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেয়৷ পরে খবর পাঠিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে৷ মঙ্গলবার কালীচরণ শীলকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে৷