দুর্গাবাড়ী সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বাসন্তী পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ রবিবার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা৷ রাজধানীর দুর্গাবাড়ি সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন বাড়িঘরে পূজিত হচ্ছেন পূজা দেবী৷ সোমবার মহা সপ্তমী তিথিতে বিভিন্ন ক্লাব ও দুর্গা বাড়িতে ভাবগম্ভীর পরিবেশে দেবী দশভুজার পূজা অনুষ্ঠিত হয়৷আজ মহা সপ্তমী৷আগরতলা দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাসন্তী পুজো৷সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে পুজো৷


কোভিড নিয়ম বিধি মেনে দশটা নাগাদ হয়েছে অঞ্জলি প্রদান৷মন্দিরের ভিতরে যারা প্রবেশ করেছে সবাই সোশ্যাল ডিসটেন্স এবং মাক্স ব্যবহার করেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান দুর্গাবাড়ি মন্দিরের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য৷বাসন্তী পূজাই হল দশভূজার কালের পূজা৷ বাসন্তী পূজা কে কেন্দ্র করে অন্যান্য বছর দেশ আনন্দ উল্লাস পরিলক্ষিত হলেও এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে তেমন উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না৷ সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মানুষ বাসন্তী পূজায় সামিল হচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *