শ্রমিককে মারধরের প্রতিবাদে যান চলাচল বন্ধ চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাসে মোটর শ্রমিককে মারধর করার প্রতিবাদে রবিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ জানা যায় গতকাল এক বাস চালককে আইএসবিটিতে এক দুর্বৃত্ত বেধড়ক মারধর করে৷ এর আগেও কয়েকজনকে মারধর করেছে৷ তাতে মোটর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷


মোটর শ্রমিকরা জানান ওই দুর্বৃত্ত যানবাহনের চালকদের কাছে নানা অজুহাতে টাকা দাবি করে৷ এ নিয়ে বাক-বিতণ্ডা জেরি মোটর শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ৷পরপর এ ধরনের ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাতে কিপ্ত হয় এবং নিরাপত্তার দাবিতে যানবাহন চলাচল রবিবার সকাল থেকে পুরোপুরি বন্ধ করে দেয় মোটর শ্রমিকরা৷


বাসের পাশাপাশি চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে রবিবার সকাল থেকে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়৷ এর ফলে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ উল্লেখ্য চন্দ্রপুর ইন্টারস্টেট বাস টার্মিনাস থেকে উত্তর জেলা আগামী সব ধরনের যানবাহন এবং বহির রাজ্যগামি যানবাহন চলাচল করে৷সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় সকাল থেকেই যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷যাত্রীরা ঘন্টার পর ঘন্টা চন্দ্রপুর ইন্টারেস্টেড বাস টার্মিনালে অপেক্ষা করে শেষ পর্যন্ত বিমুখ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন৷মোটর শ্রমিক স্পষ্টভাবেই জানিয়েছেন মোটর শ্রমিকদের ওপর এ ধরনের হামলা বন্ধ না হলে তারা যানবাহন চলাচল করবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *