নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত দেশজুড়ে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন সংক্রমিত হয়েছে। এই মতো পরিস্থিতিতে রবিবার বারাণসীর কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, শনিবার রাতেও তিনি দেশের করোনা মোকাবিলার পরিস্থিতি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা তিনি তার নিজের সংসদীয় কেন্দ্র বারানসীতে থেকে বৈঠক করবেন। স্থানীয় প্রশাসন এবং চিকিৎসক রা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিন প্রধানমন্ত্রীর দফতর পিএমও দফতর থেকে টুইট করে জানানো হয়েছে।
শনিবার দেশের পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে ওষুধ, অক্সিজেন, ভেন্টিলেটর ও ভ্যাকসিন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, একত্রিত ভারত গত বছর যেভাবে ঘটনার মোকাবিলা করেছিল, এ সময়ও বজায় রেখে দ্রুততার সঙ্গে এবারও সেটা করতে হবে। তিনি আরও বলেন, ট্রাকিং, টেস্টিং, এবং চিকিৎসার কোনো বিকল্প নেই। হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অক্সিজেন ও ভেন্টিলেটর যোগান সরবরাহের খোঁজখবর নিয়ে একটি রিয়েল টাইম মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলো এই সিস্টেম ব্যবহার করার কথা তিনি বলেছেন। বৈঠকে ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।