নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশিকা অনুসারে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা গেছেন এমন পরিবারে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কাজ কুমারঘাট মহকুমায় শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মহকুমার পেঁচারথল ব্লকের গোবিন্দবাড়িতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রয়াত প্রবীরয় রিয়াং-এর ’স্ত্রী মান্যবতী রিয়াংকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷
প্রবীরয় রিয়াং গত ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে করোনায় মারা যান৷ তাছাড়া পেঁচারথল ব্লকের শান্তিপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত বিকাশ দেবনাথের স্ত্রী তাপসী দেবনাথকেও প্রথম কিস্তির ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, বিকাশ দেবনাথ গত ৩০ সেপ্ঢেম্বর, ২০২০ করোনায় আক্রান্ত হয়ে মারা যান৷ এই অর্থ চিফ মিনিস্টার্স ডিসক্রিসনারী গ্র্যান্ট থেকে প্রদান করা হয়েছে৷
করোনায় মৃতের পরিবারকে সহায়তার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মৃতের পরিবারে দ্বিতীয় কিস্তির ৩ লক্ষ টাকা চিফ মিনিস্টার্স ডিসক্রিসনারী গ্র্যান্ট থেকে এবং ত’তীয় কিস্তির ৪ লক্ষ টাকা স্টেট ডিজাস্টার রেসপন্স ফাণ্ড থেকে দেওয়া হবে৷ কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন৷