BRAKING NEWS

নির্বাচনোত্তর সন্ত্রাসের ভয়ে নতুনবাজার এলাকার বহু পরিবার নিরাপত্তাহীনতায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ অমরপুর মহকুমার নতুন বাজার মালবাসা এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের বহু মানুষ বাড়ি ঘর ছাড়া৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপির কর্মী-সমর্থকেরা৷ এিপুরা স্ব শাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষনা পাওয়ার পর থেকেই নির্বাচনোত্তর সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷


নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে এডিসি দখল করেছে মহারাজা প্রদ্যুত কিশোরের তিপ্রা মথা৷ নির্বাচন ঘোষনার পর থেকেই পাহাড়ে বিজেপি কর্মীদের উপর ব্যাপক সন্ত্রাস নামিয়ে আনে তিপ্রা মথা৷ অমরপুর নতুন বাজার মালবাসা কেন্দ্রে তিপ্রা মথা প্রার্থী ডলি রিয়াং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অতিন্দ্র রিয়াংকে হারিয়েছে৷ তারপর থেকেই ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে তিপ্রা মথা৷ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের৷


রবিবার অমরপুর কালামাটি গতিরাম পাড়া এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর আক্রমণ করে তিপ্রা মথার কর্মীরা৷ ১ জন বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর সহ এলাকার বেশ কয়েকটি বাড়িঘড় ভাঙচুর করেছে৷ মহিলাদের উপরও আক্রমণ করা হয়৷ঘটনায় থমথমে পরিসিতি৷ অনেকে পালিয়ে এসে অমরপুর বিজেপি পার্টি অফিসে আশ্রয় নেয়৷ পরবর্তী সময় বিজেপি নেতাদের সহযোগিতায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ঘটনাকে কেন্দ্র করে অমরপুর মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *