আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : করোনা আক্রান্ত হলেও ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী অনেকটাই সুস্থ আছেন৷ তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডা: অতনু ঘোষ৷ প্রসঙ্গত, বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বৃহস্পতিবার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁরা দুজনেই বাড়িতে আইসলেসনে রয়েছেন৷
মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ডা: শ্যামল রায়ের নেতৃত্বে এক বিশেষজ্ঞ টিম গঠিত হয়েছে৷ ওই টিমের সদস্য ডা: অতনু ঘোষ বলেন, আজ আমরা সকালে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষা করেছি৷ তিনি যথেষ্ট ভালো আছেন৷ গতকাল রাতে তাঁর জ্বর এসেছিল৷ কিন্ত এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে৷ তিনি জানান, মুখ্যমন্ত্রীর রক্তচাপ, শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে৷ এমনকি, তাঁর শ্বাস নিতেও কোনও কষ্ট হচ্ছে না৷ ফলে, দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ তিনি জানান, শীঘ্রই তাঁর চিকিৎসায় নতুন কী পদ্ধতি নেওয়া দরকার তা স্থির করা হবে৷
এদিন তিনি আরও জানান, আজ আমরা উপ-মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেছি৷ তিনি করোনা আক্রান্ত হয়েছেন ঠিকই, কিন্তু তাঁর দেহে করোনা-র কোনও উপসর্গ নেই৷ তিনি সুস্থ আছেন৷ শীঘ্রই তাঁর রক্তের নমুনা পরীক্ষা এবং সিটি স্ক্যান করা হবে৷

