সরকারী জায়গা জবরদখলের অভিযোগ উঠল বন দপ্তরের আধিকারীকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ সরকারি খামারের জায়গা বলপূর্বক দখল করার অভিযোগ উঠল বনদপ্তরের অফিসারের বিরুদ্ধে৷ জবর দখলকারীর নাম মিঠুনদাস৷ তিনিচড়িলাম বনদপ্তর্রে অফিসার৷ সরকারি খামারের জমি জবর দখলের অভিযোগ উঠেছে৷ ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা দেবীপুর সরকারি গো প্রজনন খামারে৷ সরকারি খামারের পক্ষ থেকে উপ অধিকর্তা এবং দপ্তরের অধিকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে৷
অন্যদিকে দেবীপুর খামারের সরকারি কর্মচারী সংঘের সম্পাদক বিজয় ভৌমিক লিখিতভাবে দপ্তর এবং দপ্তরের অধিকর্তার নিকট সেই নালিশ জানান৷

ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর দেবীপুর সরকারি খামারের হাঁসের খামারের পাশে একটি বনভোজনের স্পট রয়েছে৷ সেই বনভোজনের পাশেই শতাধিক কানি জায়গা রয়েছে খামারের৷সেই খালি জায়গা আচমকা চড়িলাম বনদপ্তর্রে অফিসার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সেই জায়গা জবরদখল করে নেন৷


পরবর্তী সময়ে খামারের উপ অধিকর্তা জিজ্ঞেস করলেও বনদপ্তর্রে অফিসার মিঠুন দাস তাদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ৷ এখন প্রশ্ণ হলো সরকারি খামারের জায়গা কি করে একজন অফিসার কারো সাথে যোগাযোগ না করে দখল করেনেয়৷ তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও মিঠুন দার্সে বিরুদ্ধে খামারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে৷এদিকে জানা যায় বনদপ্তরের অফিসার মিঠুন দার্সে বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে৷ বলপূর্বক জায়গা দখল করে সেই জায়গার মধ্যে কিছু গাছ লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তার মূল লক্ষ্য৷ এখন দেখার বিষয় সরকারি খামারের জায়গা কাউকে না জানিয়ে দখল করার পরিপ্রেক্ষিতে ডক্টর এবং দপ্তরের মন্ত্রী কি ভূমিকা নেন৷