থানার ৬০ জন পুলিশ কর্মচারী করোনায় আক্রান্ত

বেঙ্গালুরু, ৮ এপ্রিল (হি.স.) : দেশের অন্যান্য রাজ্যের মত কর্নাটকেও করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এরইমাঝে বৃহস্পতিবার জানা গিয়েছে, স্থানীয় চন্দ্রা লেআউট থানার ৬০ জন পুলিশ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। খবর ছড়িয়ে যাওয়া মাত্রই ওই ৬০ জন পুলিশ কর্মচারীদের আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক বুধবার এক রিপোর্টে জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯৭৬ জন। এরমধ্যে ৩৫ জন মারা গিয়েছেন।  রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১০,৩৩,৫৬০জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৯,৭১,৫৫৬ জন সুস্থ হয়েছেন।