বাংলাদেশে মাস্ক না পরলে সর্বাধিক এক লাখ জরিমানা হতে পারে, কঠোর পথে হাঁটল প্রশাসন

ঢাকা, ৭ এপ্রিল (হি. স.) :  করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত উধ্বমুখী বাংলাদেশে। কিন্তু করোনা বিধি মানছেন না আমজনতা। তাই এবার সংক্রমণ ঠেকাতে কঠোর পথেই হাঁটল প্রশাসন। মাস্ক না পরলে সর্বাধিক এক লাখ জরিমানা হতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি নির্দেশ অমান্য করলে আইন লঙ্ঘনকারীকে ২০১৮ সালের ‘সংক্রামক রোগ আইন’-এর মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সোমবার থেকে দেশজুড়ে সাতদিনের লকডাউন জারি হয়েছে।  সেইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল সরকার। শুধু তাই নয় অকারণে রাস্তায় ঘোরাঘুরি না করারও অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু লকডাউনের প্রথম দিনেই কার্যত সরকারি নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটে। ফলে কঠোর পথে হেঁটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও র্যাাব। গোটা দেশেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্যকারীদের শাস্তি দেওয়া হচ্ছে।