নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ ইস্টার সানডে উপলক্ষ্যে গির্জায় গির্জায় সকাল থেকে ভিড় খ্রিস্টান ধর্মাবলম্বীদের৷ রবিবার হচ্ছে ইস্টার সানডে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পুনরুদ্ধার দিবস৷ রাজ্যের বিভিন্ন গির্জার ন্যায় রাজধানীর মরিয়মনগর চার্চেও দিনটি পালন করা হয়৷
এইদিন সকাল থেকে মরিয়মনগর চার্চে ভিড় জমায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা৷ রীতি মেনে চার্চে সকলে প্রার্থনা করে৷ প্রভু যিশু প্রথমবার আবির্ভাবের পর অত্যাচারিত হয়ে ক্রুশ বিদ্ধ হয়ে চলে যান৷ পরবর্তী সময় এইদিনে প্রভু যিশুর পুনরুদ্ধার হয়েছে বলে বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের৷ সেই বিশ্বাস থেকে এই দিনটিকে ইস্টার সানডে হিসাবে পালন করা হয়৷

