কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): “আমরা ছাড়ব না। যত ক্ষণ থাকবে প্রাণ, তত ক্ষণ লড়াই করব। ওরা একদিন পালিয়ে যাবে, আমরা পালাবো না।” সোমবার এই ভাষাতেই চুঁচড়ার জনসভায় বিজেপি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গুজরাতিরা বাংলার শাসন করবে না, বাঙালিরাই করবে। কেন ৮টি দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায়। কী চায় বিজেপি? চালাকি চলবে না। কোভিড হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। কিন্তু এই চালাকি চলবে না, নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মেরুদণ্ড ভাঙার ক্ষমতা মোদী-শাহের নেই। আমাকে ওরা রোজ ভেঙিয়ে কথা বলে। তাই করুক। ওদের কথা শুনি না। কেন সবাইকে টিকা দেওয়া হল না। তোমরা চাও মানুষ মরে যাক, আর ওরা ধান্দাবাজি করুক। তৃণমূল নেত্রী বলেন, নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করবেন না। আমার স্লোগান ‘জয় বাংলা।’ যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছেন পুলিশ। সেই জন্যই আমি বসেছিলাম। বাংলার দুটো গদ্দার বিজেপি-কে দিয়ে দেশ শাসন করাবে?
মুখ্যমন্ত্রী বলেন, অনেক কলকারখানা বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য। জেশপ সংস্থা খোলার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। কারখানার মালিক বিজেপি হয়ে গিয়েছে। তাই বিজেপি কিছু করছে না। এখানকার শ্রমিকদের আমরা ১০ হাজার টাকা করে দি। আমরা ডানলপ, জেশপ অধিগ্রহণ করতে চাই। কেন্দ্রীয় সরকারকে বলে লাভ হয়নি।
2021-04-05