মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): করোনা-আক্রান্ত হওয়ার এক-দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা অক্ষয় কুমার। সোমবার টুইট করে অভিনেতা নিজেই জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন। রবিবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। কোবিডে আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
কিন্তু, চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার টুইট-বার্তায় জানিয়েছেন, “শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। মনে হচ্ছে প্রার্থনা কাজ করছে, আমি ভালোই আছি, তবে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই বাড়ি ফিরতে পারব বলে মনে করছি। সবাই ভালো থাকবেন।”
2021-04-05