পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই, শিশুসহ আহত ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৩ এপ্রিল৷৷ আমতলী থানার নিম্বার্ক এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত যুবকের জিবি হাসপাতালে মৃত্যু৷ মৃত যুবকের নাম সানি মিয়া৷ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায়৷গত ২৯ মার্চ আমতলী থানার নিম্বার্ক এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম সানি মিয়া৷ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায়৷


উল্লেখ্য গত সোমবার রাত নয়টা নাগাদ জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাইক চালকের মৃত্যু হয়েছিল এবং আহত এক যুবককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই নিজ বাড়ি কাঞ্চন পল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
সোনামুডার মনারচকে ভয়াবহ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু৷ মৃতের নাম লক্ষণ দেবনাথ ওরফে পিন্টু৷ বাড়ি দুর্লভ নারায়ন৷ সোনামুড়া মনারক এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম লক্ষণ দেবনাথ ওরফে পিন্টু৷ তার বাড়ি দুর্লভ নারায়ন এলাকায়৷ সে পেশায় একজন রাজমিস্ত্রি৷ সোনামুড়া শহর এলাকায় ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন জায়গায় কাজ করে৷


শুক্রবার রাত আটটা নাগাদ পরিবারের লোকজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে সে৷ তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ শনিবার সকাল নাগাদ মনারচকে রাস্তার পাশে বাইক সহ তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা৷ স্থানীয় লোকজনেরা খবর দেন সোনামুড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷দুর্ঘটনাস্থল থেকে বাইক সহ ওই যুবককে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷ ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের হাসপাতালে ছুটে আসেন৷
পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি বাইক দুর্ঘটনা ,নাকি পরিকল্পিত খুন তা নিয়েও স্থানীয় জনমনে সন্দেহ দানা বাধতে শুরু করেছে৷

ফের জাতীয় সড়কের আঠারোটা পাহাড়ের যান দুর্ঘটনায় আহত শিশুসহ তিনজন৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুরা পাহাড়ের ৩৭ মাইল এলাকায় শনিবার৷সংবাদে জানা যায় যাত্রীবাহী বাস গাড়ি যাত্রী নিয়ে ধর্মনগর থেকে আগরতলা উদ্দেশ্যে আসছিল৷গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের সাথে সংঘর্ষ হয় এই জান দুর্ঘটনাটি ঘটে৷এতে আহত হয় শিশুসহ চার জন যাত্রী৷খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে মুঙ্গিয়াকামি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷