নেশা সামগ্রী সহ এক পাচারকারী আটক

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে বৃহস্পতিবার গভীর রাতে ব্রাউন সুগার সহ এক পাচারকারী-কে আটক করেছে এনসিসি থানার পুলিশ৷ রাজধানী আগরতলায় অভয়নগর-এ পুলিশ ওই অভিযান চালিয়েছিল৷


সম্প্রতি যুব সমাজ-র একাংশ নেশার কবলে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছে৷ কারণ, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে৷ এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে ভোররাতে পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভয়নগরে হানা দিয়ে একটি গাড়ি আটক করে৷ সেই গাড়ি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷


এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই তাদের কাছে খবর আসে একটি গাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে৷ ওই নেশা সামগ্রী রাজ্যের বিভিন্ন পাচার করার চেষ্টা চলছে৷ সেই খবরের ভিত্তিতে রাত তিনটা নাগাদ এনসিসি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে৷ তিনি বলেন, অভয়নগরে সন্দেহভাজন গাড়িটি খুঁজে পায় পুলিশ৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ নেশা কারবারি সুব্রত চৌধুরী ওরফে তুহিন চৌধুরী-কে আটক করা হয়েছে৷ তিনি জানান, উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা হবে৷ তিনি বলেন, এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে৷