গুঞ্জনই সত্যি, করোনা-আক্রান্ত হলেন অভিনেত্রী আলিয়া ভট্ট

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): যাবতীয় গুঞ্জনই সত্যি হয়ে গেল, কোভিড পজিটিভ হলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি, বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকব।” আলিয়া জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে যাবতীয় সেফটি প্রোটোকল অনুযায়ী চলছেন তিনি।
২৮ বছর বয়সী আলিয়া ভট্ট ইনস্টাগ্রামে জানিয়েছেন, “আমি করোনায় সংক্রমিত হয়েছি, তৎক্ষণাৎ নিজেকে আইসোলেশনে রাখি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে যাবতীয় সেফটি প্রোটোকল অনুযায়ী চলছি। সকলের ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন নিন।” কিছুদিন আগেই করোনা-আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। গত ১১ মার্চ টেস্ট করালে, আলিয়ার সেই রিপোর্ট নেগেটিভ আসে। কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু, আলিয়াও কোভিড পজিটিভ হলেন।