02/04/2021
আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : টিনের ছাউনি দেওয়া কাঁচা বাড়ি এখন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। শুধু মাত্র ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার ওই অনুমোদন দিয়েছে। তাতে প্রথম পর্যায়ে ৭০ হাজার পরিবার উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শুক্রবার তিনি সাংবাদিক-দের মুখোমুখি হয়ে বলেন, টিনের ছাউনি দেওয়া যাদের বাড়ি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের ঘর দেওয়ার কোন নিয়ম ছিল না। কিন্ত, ত্রিপুরা সরকার এ-ধরনের বাড়ি যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে সম্মতিও মিলেছে। তাঁর দাবি, ইতিমধ্যে ত্রিপুরায় এমন বাড়ি রয়েছে তার জরিপ শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে ৭০ হাজার পরিবার উপকৃত হবেন। সাথে তিনি যোগ করেন, আরো ১ লক্ষ ৮০ হাজার ঘরের জরিপ চলছে।
তিনি বলেন, গরিব অংশের মানুষ তাতে পাকা বাড়ি পাবেন। ঝড় বৃষ্টি-তে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এদিন তিনি দাবি করেন, সারা দেশে শুধুমাত্র ত্রিপুরা ওই সুবিধা পাচ্ছে
2021-04-02

