কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়েছে যে নন্দীগ্রামে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা বুঝতে পেরেই লড়ার জন্য দ্বিতীয় আসন খুঁজছেন তিনি। তৃণমূল আবার সপাটে সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে মোদীকে। তৃণমূলের সাফ দাবি, নন্দীগ্রামে জিতছেন ‘দিদি-ই’। আর তাই অন্য কোনও আসন থেকে লড়ার কোনও প্রশ্ন-ই উঠছে না। একইসঙ্গে মোদীকে উদ্দেশ করে ২০২৪ লোকসভা ভোটে ‘বারাণসী’-তে চ্যালেঞ্জও ছুঁড়েছে তৃণমূল।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে। যে টুইটে একদিকে যেমন নন্দীগ্রামে ‘দিদি’র জয় নিশ্চিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তেমনই মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার আগেই, বাংলার মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে এবার ক্ষান্ত দিন। নইলে আপনার মিথ্যে দেখে ফেলবে বাংলার মানুষ। আপনি বরং ২০২৪-এর জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ বারাণসীতে আপনাকে চ্যালেঞ্জ করা হবে।” তৃণমূলের তরফে এই টুইট করতেই তা ভাইরাল হয়ে যায়। ২০২৪ লোকসভা ভোটে বারাণসীতে ‘মোদী বনাম দিদি’ কল্পনা করে টুইট ও ফেসবুকের যুদ্ধে মজেছেন নেটিজেনরা।
ফেসবুকে অয়নদীপ নন্দী লিখেছেন, “মমতাকে আর কেউ চায় না“। কৃষ্ণ নাথ লিখেছেন, “জয় শ্রী রাম।“ চিরঞ্জিত কর লিখেছেন, “আগে তো নন্দীগ্রামে জেত!“ সুদীপ্ত দাস লিখেছেন, “মাথার চিকিৎসার অাশু প্রয়োজন।“ অমিতাভ ব্যানার্জী লিখেছেন, “পিসি-কে কেউ একটা রাঁচীর টিকিট কেটে দে।“ দীপিকা ঘোষ দে লিখেছেন, “বাপরে বাপ! পিসির হুমকি তে আমি ভয়ে ফেসবুক খুলতে পারিনা।“
সুবীর বিশ্বাস লিখেছেন, “টিএমসি নাকি মোদীকে বাংলায় দাঁড়াতে বলছেন। মোদী দাঁড়াতেই পারেন। জিতবেনই। কারন ১৮ জন সাংসদ জিতলে উনিও জিতবেন। মমতার বাংলার বাইরে ভোটে দাঁড়াতে হবে না। শুধু নিজের ক্ষমতায় একটা সভা করুক আর ১০ হাজার লোক জোগাড় করুক। দেখি মমতার কত মুরোদ।“ শুভ্রা সাহা লিখেছেন, “হে ভগবান একে শিগগির কেউ পাগলাগারদে ভরুন! যা অবস্থা যাকে তাকে কামড়ে দিতে পারে!“ নুরুজ্জামান শুভ লিখেছেন, “রিস্ক না নিয়ে দিদির আরেকটি আসনে দাঁড়ানো উচিত।“ সৌরভ মিত্র লিখেছেন, “বারানসী (কাশী) তে তৃনমূল ভোটে দাড়ানোর আগে একবার কাশী বিশ্বনাথ করিডর মডেল দেখে আসুন।“
সুধাংশু পাল লিখেছেন, “২ মে আসতে আসতে মমতাজ বানো পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যাবেন যে। ১৩০ নিরীহ মানুষের খুন, গরীবের রক্ত বিক্রি করা টাকা চুরি, ডাকাতি, দাঙ্গা লোকের ঘর পোড়ানো। পাপের ঘরা ভরে গেছে। টিএমসি গুন্ডাদের সবগুলোকে ঝোলানো হবে।“
পিকেন ভৌমিক লিখেছেন, “মোদীর দম থাকলে মমতা দিদির বিরুদ্ধে ভারতবর্ষে যে কোনও রাজ্যে দাড়িয়ে জিতে দেখান। দুরের মাঠ দেখতে সবুজ লাগে কাছে আসলে দেখা যায় ফাঁকা মাঠ পড়ে আছে। ঠিক তাই বাংলায় বিজেপির হাল।
আলামিন শেখ লিখেছেন, “খেলা হবে দিদি চালিয়ে যাও পাশে আছি। টিএমসি জিন্দাবাদ।“ দুলাল যোগী লিখেছেন, “দিদি যুগ যুগ জিও।“ তাপস সিংহ লিখেছেন, “দিদি জিন্দাবাদ।“ সৌরভ খামরু লিখেছেন, “মোদীর দম থাকলে বাংলা থেকে নির্বাচন লড়ুন।“

