হাসপাতালে ভর্তি হলেন করোনা-আক্রান্ত সচিন, শীঘ্রই বাড়ি ফেরায় আশাবাদী

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): হাসপাতালে ভর্তি হলেন করোনা-আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিক্রেটার সচিন তেণ্ডুলকর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন সচিন। শুক্রবার সচিন নিজেই টুইট করে জানিয়েছেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৭ মার্চ সচিনের করোনা-রিপোর্ট পজিটিভ এসেছিল। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে ছিলেন সচিন।
চিকিৎসকদের পরামর্শে এবার হাসপাতালে ভর্তি হলেন মাস্টার ব্লাস্টার সচিন। সচিন শুক্রবার টুইট করে লিখেছেন, “শুভেচ্ছা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি শীঘ্রই বাড়ি ফিরব। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।” ঘটনাচক্রে ১০ বছর আগে ২ এপ্রিলই বিশ্বকাপ জিতেছিল ভারত। এদিন সেই কথা স্মরণ করে টুইট সচিন লেখেন,”আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।” উল্লেখ্য, মহারাষ্ট্রে এই মুহূর্তে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, চলচ্চিত্র জগতের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন, সংক্রমিত হয়েছেন ক্রীড়া জগতেরও অনেকে।