মিড-ডে-মিল কর্মীর হাতে আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বড়দোয়ালী সুকলে মিড ডে মিল কর্মীর হাতে আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক৷ মিড-ডে-মিল কর্মীর হাতে আক্রান্ত হলেন মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক৷ ঘটনা বুধবার৷সংবাদ সূত্রে জানা গেছে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত কর্মী তপন চৌধুরী ২০১৮ সাল থেকে বরদোয়ালি সুকলে মিড ডে মিলের দায়িত্ব পালন করে চলেছেন৷ গত কিছুদিন ধরে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করে চলেছে মিড ডে মিলের অর্গানাইজার তপন চৌধুরী৷


বুধবার বিদ্যালয় লঙ্কাকান্ড সংগঠিত করে অর্গানাইজার তপন চৌধুরী৷নানা বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়৷এক সময় উত্তেজিত হয়ে তপন চৌধুরী নামে মিড ডে মিলের অর্গানাইজার দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে মারধর শুরু করে৷ তিনি পালিয়ে আত্মরক্ষা করেন৷অভিযুক্ত মিড ডে মিলের অর্গানাইজার বিদ্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে৷ ঘটনাকে কেন্দ্র করে সুকলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷এ ব্যাপারে থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এর সঙ্গে মিড ডে মিলের অর্গানাইজার এ ধরনের আক্রোশ আক্রমণের ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷