নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ মার্চ৷৷ বুধবার প্রকাশ্য দিবালোকে গৃহবধূর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইকারী৷ ঘটনা বিলোনিয়ার সাতমুড়ি কালিবাড়ি এলাকায়৷বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে দাবি করে আসছে৷নেতা মন্ত্রীদের গলায় গলা মিলিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরাও একই দাবি করে আসছেন৷
কিন্তু তাদের এই দাবী ও বাস্তবের মধ্যে আকাশ জমিন ফারাক পরিলক্ষিত হচ্ছে৷ প্রতিনিয়ত মা-বোনদের ইজ্জত এবং ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ বুধবার প্রকাশ্য দিবালোকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমুড়া কালীবাড়ি সংলগ্ণ এলাকায় এক গৃহবধূর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷ মহিলার চিৎকারে এক যুবতী এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসলেও ছিনতাইকারীর বাইক নিয়ে চম্পট দেয়৷ যে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করেছে সেই মহিলার নাম শিল্পী ভৌমিক৷
তিনি জানিয়েছেন একই বাইক নিয়ে এসে এক যুবক তার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে চম্পট দেয়৷ হালকা-পাতলা চেহারার ওই যুবকের গায়ে সাদা টি-শার্ট ছিল৷ পালসার বাইক নিয়ে সে একাই ছিনতাইয়ের ঘটনা করে চম্পট দেয়৷প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা থেকে মহিলার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ছিনতাইকারীকে আটক কিংবা ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধারের কোনো খবর নেই৷