নন্দীগ্রাম, ১ এপ্রিল (হি.স.): ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রাম আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী ফের দাবি করলেন, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত। শুভেন্দু এতটা নিশ্চিত হচ্ছেন কীভাবে? উত্তরও দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নন্দীগ্রামের প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সুসম্পর্ক রয়েছে।” ভোটগ্রহণ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই, মোটরবাইকে চড়ে সকাল ৭.৩০ মিনিট নাগাদ নন্দনায়েকবাড় প্রাথমিক স্কুলের বুথে পৌঁছে যান শুভেন্দু। এরপর নিজের ভোট দেন নন্দীগ্রামের প্রথমবারের ভোটার শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারবেন, এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
শুভেন্দু অধিকারী জানান, “নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার বহু পুরানো সম্পর্ক রয়েছে। নন্দীগ্রামের প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সুসম্পর্ক রয়েছে। তাই জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। বিজেপির পক্ষে ভোট দিতেই বেরিয়ে পড়েছে সমস্ত গ্রাম। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে।” নন্দীগ্রামে মোট পোলিং বুথের সংখ্যা ৩৫৫টি। শুভেন্দু এদিন জানান, সমস্ত পোলিং বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল। শুভেন্দু জানান, উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে নন্দীগ্রাম এবার ‘হট সিট’ আসন। মমতা এবং শুভেন্দু জমিরক্ষা আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন এক সময়। এই নন্দীগ্রামেই এবার সম্মুখসমরে মমতা ও শুভেন্দু। মমতা ও শুভেন্দুর মতো ‘হেভিওয়েট’ প্রার্থীর পাশে আলোচনায় রয়েছেন নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।
2021-04-01