ওয়াশিংটন, ৩১ মার্চ (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের আগ্রাসনে রাশ টানাই যাচ্ছে না, মার্কিন মুলুকে ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২,৪৫৯ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩১,০৯৭,১৫৪-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮৭৩ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ১৩৮ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৫৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,০৯৭,১৫৪-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,৫৮৬,৭৯৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৯ লক্ষ ৪৬ হাজার ২২০ জন।