পিতার দায়ের কোপে রক্তাক্ত তিন বছরের শিশু সন্তান

আগরতলা, ৩০ মার্চ (হি.স.)৷৷ তিন বছরের ফুটফুটে শিশু পুত্র-কে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করলেন পিতা৷ ওই ঘটনায় পুলিশ পাষন্ড পিতা রিপন মিয়া-কে গ্রেফতার করেছে৷ রাজধানী আগরতলায় রামনগর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


পুলিশ জানিয়েছে, পিইসি ইট ভাট্টা এলাকায় বাসিন্দা রিপন মিয়া তার শিশু সন্তান-কে কুপিয়ে রক্তাক্ত করেছে৷ বর্তমানে তার সন্তান এলাহীন মিয়া আইজিএম হাসপাতালে চিকিতাধীন রয়েছে৷ তার ঘাড় এবং কান-এ গুরুতর আঘাত লেগেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিতক-রা জানিয়েছেন৷ পুলিশ জানিয়েছে, রিপন মিয়া-কে গ্রেফতার করা হয়েছে৷ তবে, ওই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা এখন জানা যায়নি৷


স্থানীয়-দের বক্তব্য, এলাকায় নানা অসমাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল রিপন মিয়া৷ সকলেই তার সম্পর্কে অবগত হলেও কেউ কোন ব্যবস্থা নিতেন না৷ এদিন বটতলা ফাড়ির পুলিশ রিপন-কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন৷ স্থানীয়-রা তার কঠোর শাস্তি-র দাবি জানিয়েছেন৷